OrdinaryITPostAd

কম্পিউটার আমরা কেন ব্যবহার করে থাকি এবং এর গুরুত্ব আমাদের জীবনে কতটুকু

 কম্পিউটার এর ব্যবহার :

দৈনন্দিন জীবনে কম্পিউটার আমরা নানা ধরণের কাজে ব্যবহার করে থাকি। কম্পিউটার ব্যবহার আমাদের জীবন কে আরো সহজ করে তুলেছে। 

কম্পিউটার এর মাধ্যমে আমরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই যেকোনো মানুষের সাথে কথা বলতে পারি  এছাড়াও কম্পিউটার এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরণের ব্যবসা করতে পারি। 


কম্পিউটার ব্যবহার করে আমরা শিক্ষা অর্জন ও করতে পারি

কম্পিউটার ব্যবহার করে আমরা এখন শিক্ষা অর্জন ও করতে পারি। এছাড়াও কম্পিউটার এর মাধ্যমে আমরা দেশের যেকোনো খবর খুব সহজেই পেতে পারি। কম্পিউটার এমন একটি যন্ত্র যার মাধ্যমে আমরা দেশের যেকোনো তথ্য পেতে পারি। বর্তমানে এই কম্পিউটার নামক যন্ত্রটি আমাদের জীবনকে আরো সহজ ও উন্নতর করে তুলছে। 


 কম্পিউটারের আবিষ্কার কি করে হয় : 

id="04"

কম্পিউটার আবিষ্কার করা হয় ১৯ শতকে এবং এটি আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ নামক এক প্রসধি প্রফেসর। 

সেই জন্য চার্লস ব্যাবেজকে কম্পিউটার এর জনক বলা হয়। ১৯৩৮ সালে ইলেকট্রো মেকানিক্যাল কম্পিউটার তৈরী করা হয়েছিল যার নাম দেওয়া হয় টোপেডো ডাটা কম্পিউটার।

১৯৩৯ সালে সর্বপ্রথম ইলেকট্রো মেকানিক্যাল রিলে কম্পিউটার আবিষ্কার করা হয়। 



 কম্পিউটার এর কার্যকরীতা : 

বর্তমানে সকলের জীবনে কম্পিউটার এর কার্যপকারিতা অপরিসীম। কম্পিউটার আমাদের জীবনকেও আনন্দময় ও সহজ করে তুলেছে। 

কম্পিউটার ব্যবহার করে আমরা ঘরে বসেই যেকোনো কাজ খুব সহজে করে তুলতে পারি। আগে স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কাটতে হতো কিন্তু বর্তমানে আমরা ঘরে বসেই যেকোনো জায়গার টিকিট কাটতে পারি।

আগে মানুষ লাইব্রেরিতে গিয়ে বই পড়তো কিন্তু, এখন ঘরে বসেই কম্পিউটার এর মাধ্যমে যেকোনো ধরণের বই পড়া যাই খুব সহজেই। 

কম্পিউটার ব্যবহার করে আমরা ঘরে বসেই যেকোনো জিনিস ক্রয় বিক্রয় করতে পারি। কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনিও একটি যন্ত্র। 


কম্পিউটার অতিরিক্ত ব্যবহার করলে কি হয় : 

কম্পিউটার যেমন আমাদের জীবনে যেমন কার্যকরীতা, তেমনি এই কম্পিউটার নামক যন্ত্রটির অকার্যকরীতাও রয়েছে।

অতিরিক্ত কম্পিউটার ব্যবহার করলে আমাদের মস্তিষ্কে চাপ পরে যার ফলে আমাদের ব্রেইন এর ক্ষতি হয়। এমনকি আমাদের চোখেও অনেক ক্ষতি করে। 

কম্পিউটারে অতিরিক্ত গেমস খেললে বা অনেক্ষন যাবৎ চালালে আমাদের চোখে প্রেসার পরে এবং চোখের ক্ষতি হয়। মাথা ব্যথা করে বা মস্তিস্কতে চাপ সৃস্টি হয়।

এই কম্পিউটার অনেক্ষন চালালে গরম হয়ে যাই এবং ব্লাস্ট হতে পারে। যার ফলে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে পারে ।

 কোনো কিছু ব্যবহারের নির্দিষ্ট পরিমান থাকে নির্দিষ্ট পরিমান এর অধিক করলে ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই আমাদের উচিত নির্দিষ্ট পরিমাপ বজায় রাখা। 






কম্পিউটার এর গুরুত্ব : 













এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন